হাতিয়া: নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ার চরঈশ^র ইউনিয়নের বেড়ি বাঁধ ভেঙে অন্তত ৭টি গ্রাম প্লাবিত হয়েছে। এতে পানি বন্দি হয়ে পড়েছে প্রায় ৬হাজার মানুষ। তবে এই খবর লেখা পর্যন্ত কোন হতাহতের খবর পাওয়া যায়নি।
শনিবার (২১ অক্টোবর) দুপুর ১টার দিকে চরঈশ^র ইউনিয়নের ১ ও ২নং ওয়ার্ডের বেড়ি বাঁধ ভেঙে গ্রামগুলো প্লাবিত হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত দু’দিনের ভারি বর্ষণ ও মেঘনা নদীতে অতিরিক্ত জোয়ারের কারণে শনিবার দুপুরে চরঈশ^র ইউনিয়নের ১ ও ২নং ওয়ার্ডের প্রায় দেড় হাজার ফুট বেড়ি বাঁধ ভেঙে ইউনিয়নের তালুকদার গ্রাম, বাদশা মিয়া হাজী গ্রাম, আব্দুল লতিফ হাজী গ্রাম, সাত নং গ্রাম, ফরাজী গ্রাম’সহ ৭টি গ্রামের পানি ডুকে যায়। এতে পানি বন্দি হয়ে পড়েছে গ্রামগুলোর প্রায় ৬হাজার মানুষ, ভেঙে গেছে কাচা ঘর, গাছ-পালা।
স্থানীয় ইউপি সদস্য কামরুল ইসলাম মহাব্বত বিষয়টি নিশ্চিত করে জানান, বেড়ি বাঁধ ভেঙে যাওয়ায় কারণে ৭টি গ্রামে জোয়ারের পানি ডুকে গেছে। ফলে ওই গ্রামগুলো পানির নিছে চলে গেছে।
তিনি আরো জানান, ক্ষতিগ্রস্থ লোকজন স্থানীয় আশ্রয়কেন্দ্রে অবস্থান নিয়েছে। গ্রামগুলো প্লাবিত হওয়ায় কাচা ঘর, গৃহপালিত পশু, গবাদী পশু, গাছ-পালা ও ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে।
প্রতিবেদক/নোয়াখালীনিউজ/এসইউ