সোনাগাজী: ফেনীর সোনাগাজী উপজেলার আড়কাইম গ্রামে মঙ্গলবার বিকালে পুকুরে ডুবে লাভলী সুলতানা নামে দুই বছরের এক শিশুর করুণ মৃত্যু হয়েছে।
স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার বিকেলে উপজেলার বগাদানা ইউনিয়নের আড়কাইম গ্রামের ভূঁঞা বাড়ির বেলাল হোসেনের শিশু কন্যা লাভলী বাড়ির ওঠানে খেলা করছিল। কিছুক্ষণ পর লাভলী সাড়া শব্দ না পেয়ে তাঁর মা জাহানারা বেগম ঘর থেকে বেরিয়ে এসে তাঁকে খুঁজতে থাকে। আশ-পাশ কোথাও লাভলীকে না পেয়ে ঘরের দক্ষিণ পাশে পুকুরে গিয়ে দেখে লাভলীর মরদেহ পানিতে ভাসছে। দ্রুত তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নিয়ে গেলে তিনি লাভলীকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে সোনাগাজী মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। সন্ধ্যায় জানাজা শেষে তাঁর লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
সোনাগাজী মডেল থানার ওসি (তদন্ত) মো. হারুনুর রশিদ পানিতে ডুবে এক শিশুর মৃত্যু বিষয়টি নিশ্চিত করেন।
ফেনী প্রতিনিধি/নোয়াখালীনিউজ/এসইউ